খুবি উপাচার্যের শোক

0
374

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতা আব্দুল হান্নান চৌধুরী গতকাল সকাল সোয়া দশটায় ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমের প্রথম নামাজে জানাজা যাদ যোহর ঢাকার মোহাম্মদপুর হাউজিং মসজিদ প্রাঙ্গণে এবং কুমিল্লার বরুরা উপজেলার পয়ালগাছা গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতা- বিনয় কৃষ্ণ দাস গতরাত ৩টা ১০মিনিটে বার্ধক্যজনিত কারণে মোল্লাহাট উপজেলার কুড়িয়া গ্রামে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিনপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। অপর পৃথক এক শোকবার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইএস ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগম এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামসহ ডিসিপ্লিনদ্বয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি শোক প্রকাশ করেছেন। এছাড়া পৃথক বিবৃতিতে এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতা আব্দুল হান্নান চৌধুরী এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতা- বিনয় কৃষ্ণ দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাস।