খুবির সাইটে স্কুলে প্রথম আনুষ্ঠানিক ডিন’স এ্যাওয়ার্ড প্রদান

0
405

বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা (সাইটে) স্কুলের মাস্টার্স থিসিস সম্পন্নকারী সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত ৮ জন মেধাবী শিক্ষার্থীকে ডিন’স এ্যাওয়ার্ড এবং ২০১৪, ২০১৫ ও ২০১৬ শিক্ষাবর্ষের ¯œাতক/¯œাতক সম্মান শ্রেণির ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে ডিন লিস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লানির্ং (সিইটিএল) এর পরিচালক প্রফেসর ড. আফরোজা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। এ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ডিন লিস্ট সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে গণিত ডিসিপ্লিনের এস কে আব্দুস সামাদ ও ডিন’স এ্যাওয়ার্ড প্রাপ্তদের পক্ষ থেকে স্থাপত্য ডিসিপ্লিনের সরদার শাকিল আহমেদ। এর আগে ডিনলিস্ট ও ডিন’স এ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা সম্বলিত বোর্ড উদ্বোধন করেন প্রধান অতিথি সাইটে স্কুলের ডিন। এসময় সাইটে স্কুলের আওতাধীন ৮টি ডিসিপ্লিন প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা দিতে এ উদ্যোগ আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হলো। এখন থেকে এ ধারা অব্যাহত থাকবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারা যেনো তাদের কর্মপ্রচেষ্টার দ্বারা দেশ ও দশের কল্যাণে কাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমুর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকেন সে প্রত্যাশা করা হয়।