খুবির লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ

0
490

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন ও ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদোগে ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় লেকে মৎস্য পোনা অবমুক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশে মাছ চাষে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে মৎস্য শিক্ষা ও গবেষণা এবং মৎস্য বিভাগের ভূমিকার প্রশংসা করেন। তিনি মাছ চাষে সচেতনতা সৃষ্টির জন্য এধরনের উদ্যোগ গ্রহণের আহবান জানান। এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. গাউছিয়াতুর রেজা বানুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ছাইফ। এর আগে সকালে এফএমআরটি ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন হয়ে বিশ্ববিদ্যালয় লেকের পাড়ে গিয়ে শেষ হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং খুলনা বিভাগীয়, জেলা ও ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ এবং গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় এই পোনা অবমুক্ত করা হয়। পোনার মধ্যে ছিলো বিভিন্ন প্রকার কার্প জাতীয় মাছের পোনা। বিজ্ঞপ্তি