খুবি’র মেডিকেল সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

0
249
????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয় শহিদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সেখানে মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া করা হয়।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী সেরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। এক হাজার বর্গমিটার আয়তনের চারতলা বিশিষ্ট এই মেডিকেল সেন্টারটি প্রথম পর্যায়ে চারতলা ভিত্তির ওপর দ্বিতল ভবন নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে সোয়া ৬ কোটি টাকা।