খুবির বিজিই ডিসিপ্লিনের ২৭ কোটি টাকার ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন

0
527

প্রেস বিজ্ঞপ্তি:

আজ ২৫ জুন বেলা ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ওয়ার্কশপ অন পোস্ট সেলফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসএ কমিটির সভাপতি প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। পাওয়া কর্মশালার শুরুতে চার বছর মেয়াদী ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন এস এ কমিটির সভাপতি প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। পরে পর্যবেক্ষণে অংশ নেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু এবং ফউটে ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ এনামুল কবীর। এছাড়া ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় জীব বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, এসএ কমিটির সদস্য প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় পাঁচ বছর মেয়াদী এই ইমপ্রুভমেন্ট প্লানে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রস্তাবিত ব্যয় উপস্থাপন করা হয় ২৬ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার টাকা।