খুবির পদার্থবিজ্ঞান ও প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ইমপ্রæভমেন্ট প্লান উপস্থাপন

0
497

বিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও প্রিন্টমেকিং ডিসিপ্লিনে শেয়ারিং দ্য ইমপ্রæভমেন্ট প্লান শীর্ষক পৃথক দুইটি কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে অনুষ্ঠানে এসএ কমিটির সভাপতি পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফারজানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। কর্মশালায় পাওয়ার পয়েন্টে ৮ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার ইমপ্রæভমেন্ট প্লান উপস্থাপন করেন এসএ কমিটির সভাপতি পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফারজানা নাহিদ। পরে উপস্থাপিত ইমপ্রæভমেন্ট প্লানের উপর পর্যবেক্ষণে অংশ নেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। কর্মশালাটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের প্রভাষক প্রিয়াংকা রায়। এ সময় সংশ্লিষ্ট এস এ কমিটির সদস্য ড. মোঃ রাশেদুর রহমান ও গোষ্ঠ গোপাল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে বিকেল ৩ টায় চারুকলার নতুন গ্যালারীতে প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ইমপ্রæভমেন্ট প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এস এ কমিটির সভাপতি ও ডিসিপ্লিন প্রধান ড. নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। কর্মশালায় পাওয়ার পয়েন্টে ১ কোটি ৫৩ লাখ টাকার ইমপ্রæভমেন্ট প্লান উপস্থাপন করেন এসএ কমিটির সদস্য মোঃ নাদিমুদৌলা। পরে উপস্থাপিত ইমপ্রæভমেন্ট প্লানের উপর পর্যবেক্ষণে অংশ নেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন এস এ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক পলাশ বরণ বিশ্বাস। কর্মশালাটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক শ্যামল কুমার দেবনাথ। এ সময় চারুকলা ইনস্টিটিউটের ড্রইং এন্ড পেইন্টিং ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।