খুবির দুটি মসজিদে দোয়া অনুষ্ঠিত

0
155

খবর বিজ্ঞপ্তি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁদের শারীরিক সুস্থাতা কামনায় রোববার বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদে পৃথকভাবে দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং আশপাশের মুসল্লীরা প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে দোয়ায় শরীক হন। এখানে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ মোস্তাকিম বিল্লাহ। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। অপরদিকে, আজ সন্ধ্যা ৬ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরেও এক প্রার্থনার আয়োজন করা হয়েছে।