খুবির ড. অমৃতলাল বালার  পরলোকগমনে উপাচার্যের শোক

0
360

বিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রথম পূর্ণাঙ্গ প্রধান, কলা ও মানবিক স্কুলের প্রাক্তন ডিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. অমৃতলাল বালা গত রোববার দিবাগত রাত ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৩ টায় রাজশাহীর পঞ্চবটি শশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুবির বাংলা ডিসিপ্লিনের প্রথম পূর্ণাঙ্গ প্রধান, কলা ও মানবিক স্কুলের প্রাক্তন ডিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. অমৃতলাল বালার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন এবং বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।