খুবির গবেষণা সেলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

0
433

আজ ১৮ ফেব্রæয়ারি রোববার সন্ধ্যা ৬ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে গবেষণা সেলের উদ্যোগে আর স্ট্যাটিস্টিকস বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
গবেষণা সেলের পরিচালক প্রফেসর এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আর স্ট্যাটিস্টিকস একটি নতুন বিষয়। এ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভুত উপকারে আসবে। তিনি স্বেচ্ছাভিত্তিতে এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করায় ড. পিটার থমসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। এর আগে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় গবেষণা সেলের সহকারী ড. এস এম ফিরোজ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক অংশ নেন।#