খুবির গণিত ডিসিপ্লিনে দুদিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

0
410

প্রেস বিজ্ঞপ্তি:
আজ ১১ জুলাই ২০১৮ রোজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের কনফারেন্স রুমে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে দুদিনব্যাপী ইন্টারইয়ার ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ডার্টএ্যারো ছুড়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। আজ প্রথম দিনে উক্ত ইনডোর গেমে ডার্টএ্যারো নিক্ষেপ, দাবা, লুডু, ক্যারামসহ কলব্রিজ খেলার বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী ১৫ জুলাই রোববার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রফেসর ড. মুন্নুজাহান আরা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।