খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে রিমোট এক্সেস সুবিধা প্রদানে চুক্তি স্বাক্ষরিত

0
163
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের রিমোট এক্সেস সুবিধা প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরির ই-বুকস্, ই-জার্নাল ব্যবহারের সুবিধা সৃষ্টিতে ৯ মার্চ মঙ্গলবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ঢাকাস্থ কোর নলেজ লিমিটেড এর এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। ৭ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের তিন বছর মেয়াদী এ চুক্তি অনুযায়ী কোর নলেজ লিমিটেড বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সর্বোচ্চ ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থীর রিমোট এক্সেসসহ সংশ্লিষ্ট সুবিধাদি সৃষ্টি করবে। এসময় জীববিজ্ঞান স্কুলের ডিন ও লাইব্রেরিয়ান (সাময়িক দায়িত্ব) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং সংশ্লিষ্ট কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।