খুবি’র কর্মচারিকে সাময়িক বরখাস্ত

0
365

নিজস্ব প্রতিবেদক:
দায়িত্বে অবহেলা এবং শিক্ষক-কর্তৃপক্ষের সাথে একাধিকবার অসদাচারণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনের ল্যাব টেকনিশিয়ান এস এম নাজমুল ইসলাম নামের ওই কর্মচারিকে রেজিষ্ট্রার দপ্তরের এক আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫ এর বিধি-৩ এর বি ধারা অনুসারে অসদাচরণ বা মিসকন্ডাক্ট এর অভিযোগে অভিযুক্ত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উক্ত কর্মচারীকে ৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। রেজিস্ট্রার কার্যালয় থেকে গত ২০ মার্চ এ সংক্রান্ত পৃথক দুইটি অফিস স্মারক পত্রে (সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ) এ ব্যবস্থা গ্রহণের কথা উলে­খ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার দপ্তর থেকে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করা হয়েছে। সাময়িক বরখাস্তাদেশে ৩ জন শিক্ষকের অভিযোগ ছাড়াও ডিসিপ্লিন প্রধানের গুরুতর অভিযোগের কথা উলে­খ করা হয়েছে।