খুবিতে হয়ে গেল পিঠা উৎসব

0
929

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রঙ্গণে পিঠা পুলির মিষ্টি ঘ্রাণে পিঠা উৎসব প্রানে প্রানে শ্লোগানকে সামনে রেখে সোমবার পিঠা উৎসব আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।
সকাল ১০ টায় খুবির ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অদম্য বাংলা চত্তর থেকে এক শোভা যাত্রা বের হয় বিকালে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে হৃদয় হরন পিঠা, রংশিলা, ফুল কুমারি, ফুল ঝুরি, রং শিলা, লবঙ্গ লতিকা, শৈলী, নকশী, গোলাপ, পুডিং, দুধ খেঁজুর, সরই, গাজরের নাডু, ছানার পোলাও, সুজি বাহার, জামাই ভোলানী, মৌরিজান, পাটিসাপটা, চুটকি, লাভেরিয়া, দুধ কুলি, পাকান, মধুবন, ফিরনি, ভাপা, রস মঞ্জুরি, ঝাল ডিম পোড়া, নারকেলের নাড়–, বিস্কুল, রাজলক্ষী, শিরা খেজুর, পেপে বাহার, বর্ণচোরা, সিমকুল, রংবাহার, নারিকেল বাহারি, গজা, সুগন্ধী, ডালের বরফি, মুসকান, অন্থন, চন্দ্রপুলি, বনবিলাস, রোজ গার্ডেন, তপসি, মিষ্টি ভোগ, সুজি বাহার ও সিটা রুটি নামে পিঠা প্রদর্শন হয়। #