খুবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি

0
576

যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ৮টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৮টা ৪০মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপাচার্যের নেতৃত্বে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় আলোচনা সভা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনার ও অদম্য বাংলা চত্ত¡রে প্রদীপ প্রজ্জ্বলন। এছাড়া দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় উপাচার্যের নেতৃত্বে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এরপর বিকেল সাড়ে ৪টায় মুক্তমঞ্চে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠনসমূহের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা ও দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি