খুবিতে প্রিন্টমেকিং ডিসিপ্লিনে পিয়ার রিভিউ শুরু

0
391

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম বুধবার সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে ভারতের চন্ডিগড় পাঞ্জাব ইউনিভার্সিটির আইনের প্রফেসর ড. রজিন্ডার কউরের নেতৃত্বে তিন সদস্যের একটি এক্সটার্নাল পিয়ার রিভিউ (ইপিআর) বিশেষজ্ঞ টিম খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সমীর কুমার সাধুর সাথে আইকিউএসির সেমিনার কক্ষে সাক্ষাত করেন। সেখানে এক পরিচিতি সভা এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পিয়ার রিভিউয়ার টিমের দেশীয় কোয়ালিটি এক্সপার্ট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এস এম কবীর এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর ড. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সেলফ এসেসমেন্ট কমিটির প্রধান ড. নিহার রঞ্জন সিংহ, সেলফ এসেসমেন্ট কমিটির সদস্য মোঃ নাদিমুদৌলা ও পলাশ বরণ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিয়ার রিভিউ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ধরনের মূল্যায়ন পদ্ধতি। এতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম বিশেষ করে পাঠদান পদ্ধতি একই সাথে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিম দ্বারা মূল্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি