খুবিতে আন্তঃডিসিপ্লিন টি-২০ ক্রিকেটে পরিসংখ্যান ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

0
375

খুলনা বিশ্ববিদ্যালয় আন্তঃডিসিপ্লিন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮ এর ফাইনাল খেলায় পরিসংখ্যান ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনকে ৯ রানে হারিয়ে পরিসংখ্যান ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন ও ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। খেলায় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট ও ম্যান অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করে পরিসংখ্যান ডিসিপ্লিনের মোঃ হোসেন রনি। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রহকারী ইসিই ডিসিপ্লিনের কাজী ফারহান সাদিক। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টসে জিতে পরিসংখ্যান ডিসিপ্লিন ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন নির্ধারিত ২০ ওভার ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে।
বিজ্ঞপ্তি