খালেদা জিয়াই দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল : হানিফ

0
443

 

খুলনা টাইমস প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, করেও না। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন,‘সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন তা সত্যের অপলাপ ও মিথ্যাচার। জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা। কিন্তু এ দেশের জনগণ বিএনপির আসল চেহারা জানে। তারা জানে বিএনপি কিভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০০১ সালে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, বরখাস্ত করেছিল। কিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও গুম করেছিল।’

নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই সরকারের অধীনেই এবং সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি আসে তাহলেও হবে, যদি না আসে তাহলেও হবে। তবে আমার মনে হয় তারা নির্বাচনে আসবে।’

ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন, সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না। নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান অতীতে কখনও ছিল না। তাদেরকে নিয়োগ করা না করা এটা কমিশনের বিষয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।