খালেদার সাজা হলে নির্বাচন বর্জনের পক্ষে বিএনপি

0
305

টাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে জাতীয় নির্বাচন বর্জনের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি রাজপথে কঠোর আন্দোলনের পক্ষে মত দিয়েছেন তারা। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যেতে চায় না বিশ দলীয় জোটের নেতারাও।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা হতে পারে এমন আশঙ্কা করছে বিএনপি। পরবর্তী করনীয় ঠিক করতে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া। নিজের অনুপস্থিতিতে দল পরিচালনা এবং দলে ভাঙন ঠেকানোর কৌশলও ঠিক করছেন বিএনপি প্রধান।

মামলায় খালেদা জিয়ার সাজা হলে আগামী নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, খালেদা জিয়ার কারাদন্ড হলে আগামী নির্বাচনই অনিশ্চয়তায় পড়বে।
খালেদা জিয়ার মামলা নিয়ে আইনি লড়াইয়ের পাশপাশি রাজপথে আন্দোলন জোরদারের পক্ষে দলের নেতারা।
১ ফ্রেব্রুয়ারী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবং ছয় ফেব্রুয়ারী নির্বাহী কমিটির বৈঠকে দলের কৌশল চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন নেতারা।