কয়েক দিনের বৃষ্টিতে মাদারবাড়িয়া প্রাইমারী স্কুল চত্বরে হাটু পানি

0
350

আশাশুনি প্রতিনিধি:
কয়েক দিনের বৃষ্টিতে হাটু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১২৬ নং মাদারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর। বিদ্যালয়টি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে অবস্থিত। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয় করণ করা হয়। ৫ জন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। বিদ্যালয়টিতে বর্তমানে ১৭১ জন শিক্ষার্থী রয়েছে। সরেজমিন গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ের চার পাশের তিন পাশে পানি জমে আছে। বিদ্যালয়টির সামনে ছোট একটি ছেলে-মেয়েদের খেলার মাঠ আছে সেটিতেও পানি জমে আছে। শিক্ষার্থীরা টয়লেট ব্যবহারের জন্যও পানিতে ভিজতে ভিজতে যেতে হচ্ছে। টয়লেটের চারিপাশে পানি জমে আছে। দেখলে মনে হবে কোন একটি জলাশয়। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলে স্কুল চত্বরে ও স্কুলের সামনের মাঠে পানি জমে থাকে। ছেলেরা খেলা ধুলা করতে পারে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন জানান, বিদ্যালয় চত্বরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। ভারী বৃষ্টি হলে বিদ্যালয়ে ক্লাস রুমে পানি প্রবেশ করে। এর কারণে আমাদের ক্লাস নিতে সমস্যা হয়। উপস্থিত অভিভাবকরা জানান, বৃষ্টির সময় আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। তারা ঠিক মত চলা ফেলা করতে পারে না। ভারী বৃষ্টি হলে ক্লাসরুমে পানি প্রবেশ করে। পানি বাহিত রোগ জীবানু ছড়াতে পারে এ ভয়ে আমরা বৃষ্টির সময় ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে চায় না। স্থানীয়রা আরও বলেন, বিলের পাশে স্কুলটি প্রতিষ্ঠিত। বিলের পানি নিস্কাশন না হওয়ায় খেলার মাঠ ও স্কুল চত্বরে পানি জমে থাকছে। এমতাবস্থায়, বিদ্যালয় চত্বর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও বিদ্যালয়ের মাঠ ভরাট করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।