কয়লা বোঝাই কার্গো জাহাজ এম ভি জিহাদুল ইসলাম-১ নিমজ্জিত

0
338

নিজস্ব প্রতিবেদক
বুধবার বেলা ৩ টায় ভৈরব নদের পথেরবাজার নামক স্থানে এম,ভি, জিহাদুল ইসলাম-১ নামের কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়। কার্গোটিতে নওয়াপাড়া সরকার ট্রেডার্সের আমদানী করা ৬২০ মেঃটন কয়লা বোঝাই ছিল। মঙ্গলবার মোংলা বন্দরের হারবারিয়া ১২ নম্বরে অবস্থানরত মাদার ভেসেল এম ভি ওসান ফিউসার হতে এম ভি জিহাদুল ইসলাম-১ এ ৬২০ মেঃটন কয়লা বোঝাই করে কার্গোটি মোংলা হতে গন্তব্যস্থান নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার বেলা আনুমানিক ৩ টায় পথের বাজার ফারাজী পোল্ট্রি ফার্মের পার্শে আসলে অনাকাক্ষিত ভাবে ইঞ্জিন রুমের সীবক্সের পাইপ ফেটে গিয়ে মুহুর্তের মধ্যে জাহাজে পানি ঢুকে পড়ে এবং অল্প সময়ের মধ্যে জাহাজটি পানিতে তলিয়ে যায়। জাহাজে নয় জন ষ্টাফ ও ২ জন স্কট ছিল। তারা সবাই ডুবন্ত জাহাজ থেকে কিনারে উঠে আসতে সক্ষম হয়। ঘটনার বিষয়টি তাৎক্ষনিক জাহাজের মাষ্টার কর্তৃক কার্গোর মালিক মেসার্স এম,এম,শিপিং ট্রান্সপোর্টের স্বত্তাধিকারী মোঃ শাহাদাৎ হোসেনকে ও আমদানীকারক সরকার ট্রেডার্সের মালিককে অবহিত করেন। এব্যাপারে কার্গোর মাষ্টার পিরোজপুর জেলার সরুপকাঠি উপজেলার বিন্না গ্রামের মোঃ আঃ খালেক এর পুত্র মোঃ আব্দুর রাসেল মিয়া খানজাহান আলী থানায় একটি জিডি করেন (জিডি নং ১০৬৯ তাং-২৫/১২/২০১৯)।