কয়রায় সিলিন্ডার বিস্ফোরণে আ’লীগ নেতার ঘর পুড়ে ছাই

0
222

#পরিদর্শনে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি:
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ এমদাদুল হকের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমদাদুল হক ষোলহালিয়া গ্রামের মোঃ ইব্রাহিম মিস্ত্রির ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী ও কৃষক। শনিবার (৬ ফেব্রæয়ারি) সকালে বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় একটি বসত ঘর, একটি দোকান ঘর ও একটি পোল্ট্রি ফার্মের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাÐের খবর পেয়ে শনিবার (৬ ফেব্রæয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকে সহযোগীতার অশ্বাস দেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বাগালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচএম নজরুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ছাত্রলীগ রায়হান পারভেজ রনি প্রমুখ।