কয়রায় সওজে’র রাস্তায় চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

0
310

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা সদর হয়ে কাশিরহাট অভিমুখী সড়ক ও জনপথ বিভাগের ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে মেরামতের অভাবে বেহাল দশা বিরাজ করছে। ফলে মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গত বছর আম্ফানের জলোচ্ছাসে পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষনদের ওয়াপদা বাঁধ ভেঙে গিয়ে তিন মাসের বেশি সময় ধরে জোয়ার ভাটা ওঠানামার কারণে স্রোতের তোড়ে সওজের কাশিরহাটগামী নওয়াবেঁকি রাস্তাটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাটির কয়রা সদর, কপোতাক্ষ কলেজ, ২নং কয়রার সানাবাড়ি, চৌরাস্তার মোড়, উত্তর বেদকাশির কাছারি বাড়ি, কাশিরহাট ও হাজত খালি অংশ বিশেষ একেবারে ভঙ্গুর হয়ে বড় বড় খানা খন্দে ভরে উঠেছে।কাশিরহাটের নিকটবর্তী রাস্তার পাশে তারও পর দিয়ে খালের সৃষ্টি হয়ে পানি সরাফেরা করছে। সওজে’র এ রাস্তা প্রতিদিন উত্তর বেদকাশি, দক্ষিন বেদকাশি ও কয়রা সদরের হাজার হাজার মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক সহসকল প্রকার যানবাহন চলাচল করতে না পারায় জনসাধারনের যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। মটরসাইকেল চালক খোকন জানান, রাস্এতা খারাপ হওয়ায় যাত্রি নিয়ে চলাচলে করতে হয় অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে এতে অনেক ভোগান্িিত পোহাতে হচ্ছে। আম্পানে ক্ষতিগ্রস্ত কাশিরহাটের বেড়িবাঁধগত জানুয়ারির শেষ নাগাদ মেরামত সম্পন্ন হয়েছে। সে কারণে এলাকার মানুষের দাবী জরুরী ভিত্তিতে সওজে’রএ রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন করে লোকজনের চলাচলের পথ সুগম করা। রাস্তা সংস্কারের অজুহাতেকয়রা বাজারে দীর্ঘদিন ধরে ড্রেন খুঁড়ে ফেলে রাখায় বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে কয়রার প্রাণকেন্দ সদরে । এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলাকে দায়ী করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সওজে’র খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা নওয়াবেঁকি রাস্তার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।