কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

0
247

কয়রা(খুলনা)প্রতিনিধি:
কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালি গ্রামের রফিক সরদারের স্ত্রী মালতী ওরফে রহিমা খাতুন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারি পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। তিনি প্রভাবশালী হওয়ায় আমরা তার বিরুদ্ধে কোনভাবে প্রতিবাদ করতে পারিনা। আমরা প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রনী করে থাকে। তিনি আরও বলেন, তার রোষনলে পড়ে আমি মিথ্যা মাদক মামলায় জেল হাজত খেটেছি। জায়গীর হাসপাতালটি সে নিজেই নিয়ন্ত্রন করে। অফিসে হাজির না হয়ে বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থেকে মানুষের ক্ষতি করা তার পেশা হয়ে দাড়িয়েছে। আমি একাধিক বার তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ দায়ের করে কোন প্রতিকার পাচ্ছি না। মালতিরানী ওরফে রহিমা বেগম বলেন, উক্ত শফিকুল ইসলাম আমার বিরুদ্ধে তার স্ত্রীর সন্তান নষ্ট হওয়ার অভিযোগে কয়রা থানায় ২০১৮ সালের ১ মার্চ ১ টি মিথ্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় আরও ৪ জন নিরিহ মানুষকে আসামী করা হয়। সবাই ঐ মামলায় জেল হাজতবাস করি। এতে তিনি ক্ষ্যান্ত হয়নি পরবর্তিতে তার নির্দেশে আশা মন্ডল বাদী হয়ে আমার বিরুদ্ধে কয়রা থানায় আরও ১ টি মারামারির অভিযোগে মিথ্যা মামলা করে। এ সকল মামলায় হয়রানী শিকার হচ্ছি। তিনি এখনও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকির পাশাপাশি ক্ষতি করার জন্য ভয়ভীত প্রদর্শন করছে। আমি সংবাদ সম্মেলনে শফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।