কয়রায় মালিখালী গ্রাম খোলা পায়খানা হিসেবে ঘোষণা

0
338

কয়রা প্রতিনিধি:
উপজেলার ২নং বাগালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মালিখালী গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষনার লক্ষ্যে ওয়ার্ড ওয়াটসান ও গ্রাম উন্নয়ন কমিটির উদ্দ্যোগে ও নবযাত্রা প্রকল্পের সহায়তায় গত সোমবার সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি মেম্বর ও ওয়ার্ড ওয়াটসান কমিটির সভাপতি পঙ্কজ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের কয়রা ফিল্ড অফিসের ওয়াশ ইঞ্জিনিয়ার নিরেন্দ্র নাথ রায়, ওয়াশ অর্গানাইজার শ্রীনিবাস মজুমদার। সঞ্চালনায় ছিলেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার মোঃ মেজবা উর রহমান। এ সময় বক্তারা বলেন, নবযাত্রা প্রকল্প পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে যে কাজ করে যাচ্ছে তার জন্য বাগালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবযাত্রার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে বাকি গ্রাম গুলো পর্যায়ক্রমে যাতে খোলাস্থানে পায়খানা মূক্ত গ্রাম হিসেবে ঘোষিত হয় সে সহযোগিতা অব্যাহত থাকুক।