কয়রায় মসজিদের টাকা না পরিশোধ করায় পাওনাদারের বিরূদ্ধে উকিল নোটিশ

0
304

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের জোড়শিং আল আরাফাহ জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক মোঃ আছের আলীর বিরূদ্ধে মসজিদের টাকা না পরিশোধ করার অভিযোগ উঠেছে। আছের আলী জোড়শিং গ্রামের মৃত হাজরা গাজীর পুত্র। সূত্রে জানা গেছে, উক্ত আছের আলী ২০১৪ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত জোড়শিং আল আরাফাহ মসজিদ কমিটির সাধারন সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন্ খাতে মসজিদের প্রাপ্ত ৩ লক্ষ টাকা সাধারন সম্পাদকের কাছে গচ্ছিত থাকে। তৎকালীন সভাপতি বার বার উক্ত টাকা চাইতে গেলে আছের আলী টাকার হিসাব না দিয়ে সভাপতিকে গালি-গালাজ করে। এ ব্যাপারে দক্ষিন বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করলে চেয়ারম্যান জানা-শুনার পর উক্ত আছের আলীকে ৩০ দিনের মধ্যে মসজিদ কমিটিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করার জন্য গত ২৮ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে নির্দেশনা দেন। তার পরেও টাকা পরিশোধ না করার কারনে মসজিদ কমিটির বর্তমান সভাপতি মোঃ আব্দুল মাজেদ গাজীর পক্ষে তার উকিল টাকা পরিশোধ করার জন্য উকিল নোটিশ প্রেরণ করেন। এ ব্যাপারে মসজিদের সাবেক সাধারন সম্পাদক আছের আলীর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত উক্ত মসজিদ কমিটির সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলাম। উল্লিখিত সময়ের মধ্যে মসজিদ কমিটি আমার কাছে কোন টাকা পাবেনা। আমার কাছে অল্প কিছু টাকা ছিলো যা আমি মসজিদের কাজে ব্যয় করেছি এবং তার হিসাব আমি কমিটিকে দিয়েছি। আমার বিরূদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’ উকিল নোটিশের ব্যাপারে জানতে চাইলে জানা যায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি টাকা পরিশোধের ব্যাপারে কোন উকিল নোটিশ পাননি বলে জানান।