কয়রায় বৃক্ষরোপন কর্মসূচি ও মাদক বিরোধী সচেনতা সভা 

0
366
ওবায়দুল কবির (সম্রাট):
কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘গ্রীন বেল্ট প্রকল্পের আওতায় ’ বৃক্ষ রোপন কর্মসুচী ও মাদক বিরোধী সচেতনতা সভা মঙ্গোলবার  (২২অক্টবর) বিকাল ৩টায় ৫নং কয়রা( সদর) ইউনিয়ন পরিষদ   চত্বরে ইউপি সদস্য আঃ রব খোকনের পরিচালনায়  উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি)মোঃ নুর- ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার  খুলনার উপ -পরিচালক(উপ সচিব) ইশরাত জাহান । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সেই ঘোষণার বাস্তবায়ন করছি। পিতা – মাতা,জনপ্রতিনিধিদের, শিক্ষকদের, ইমামদের, রোভার স্কাউটসদের ও আমাদের মা-বোনদেরকে এ কাজে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মাদককে সম্মিলিত প্রচেষ্টায় সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, পরিবেশকে জীবনবান্ধব করে তোলার ক্ষেত্রে গাছ লাগানোর কোনও বিকল্প নেই। গাছ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আসাদুজ্জামান, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির,এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহম্মেদ,কযরা প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ,প্রধান শিক্ষক খয়রুল আলম,  ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস,ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান,ইউপি সদস্য নাজমুছ শাহাদাত,ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহজ বিপুল পরিমান স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়।