কয়রায় বাঘ বিধবাদের মাঝে সেলাই বিতরণ আইসিডি’র

0
602
কয়রা প্রতিনিধি : “টেইসই পুনর্বাসন” শ্লোগান কে সামনে রেখে কয়রা উপজেলার বাঘ বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ইনশিয়েটিভ ফর কোষ্টাল  ডেভেলপমেন্ট ( আইসিডি)।  নারীরা সমাজের বোঝা নয় তারা দেশের উন্নয়নের নিরব কারিগর। শুরু থেকে আজকের দিন পর্যন্ত নারীরা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর সেটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা  শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে। তারই ধারাবাহিকতায় আত্মমানবতার সেবায় নিয়োজিত ইনশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর সদস্যরা বাঘ বিধবাদের বাড়ী বাড়ী যেয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিেিত সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বেদকাশি শেখ পাড়া গ্রামের ইউপি সদস্য শেখ হাবিবুর রহমান, বতুল বাজার গ্রামের ইউপি সদস্য আবুল হাসান, পাথরখালী গ্রামের ইউপি সদস্য শেখ রেজাউল ইসলাম কারীম,সদও ইউনিয়নের ৬ নং কয়রা ইউপি সদস্য বাবু হরেদ্রনাথ মন্ডল, কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক অবিন্দু মন্ডল,আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক, বেদকাশি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম বাদশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইসিডির সদস্য মুজাহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, ফরহাদ, আব্দুল্লাহ, হায়দার আলী,মাসুদ ও আমিরুল ইসলাম।
বাঘ বিধাবা রিনা গাইন সেলাই মেশিন পেয়ে খুব খুশি হয়ে অশ্রু স্বজল নয়নে কেদে কেদে বলেন, এখনও চোখের সামনে ভাসে স্বামীর বাঘে ধরার দুর্বিসহ স্মৃতি। ওই ঘটনার বছর না পেরোতে বিরাজমান পরিস্থিতি আইলা। উবে যায় সব স্বপ্ন। রিনা গাইন আইসিডির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আইসিডির পক্ষ থেকে সেলাই মেশিন পাওয়ার পর আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। আইসিডির প্রতিষ্ঠাতা সাংবাদিকদের বলেন, আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, মানুষের জন্য কিছু করার চেষ্টা থেকেই আইসিডির পথচলা। এমন ভালো কাজের সঙ্গে আইসিডি সবসময় থাকবে এবং পর্যায়ক্রমে উপকুল এলাকায় বাঘবিধবাদের কর্মসংস্থানে সহায়তা করার এ প্রয়াস অব্যহত থাকবে।