কয়রায় নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালন

0
667

কয়রা(খুলনা)প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে কয়রায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ায়ী সকাল ৮ টায় আওযামীলীগের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করে করা উপজেলা ছাত্রলীগ।এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। বিকাল ৪ টায় কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির বিবেক , তারা অন্যায় করে না, কাউকে করতেও দেয়না। বক্তারা ছাত্র সমাজকে স্বাধীনতার চেতনায় আদর্শ মানুষ হওয়ার আহবান জানান।এছাড়া মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কয়রা উপজেলা ছাত্রলীগকে কেন্দ্রীয় ছাত্রলীগের সকল কর্মসূচী পালন করবে বলে ছাত্রলীগের নেতারা জন্মদিনের এই অনুষ্ঠান থেকে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম মোহসিন রেজা, আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহাবাজ আলী,সাবেক ছাত্রলীগ আহবায়ক ইমদাদুল হক টিটু,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সেফার, ছাত্রলীগ নেতা,রিজভী, বিল্লাল,বিল্লু,রাজু, রাজা,রেজওয়ান, নিতিশ,মোক্তারুল প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।