কয়রায় ঝুঁকিপূর্ণ স্লুইচ গেট পরিদর্শনে সাংসদ বাবু, দ্রুত সংস্কারের আশ্বাস

0
425
ওবায়দুল কবির (সম্রাট:কয়রা (খুলনা) প্রতিনিধি:
কয়রা  উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে  পাউবোর বেঁড়িবাঁধের ওপর অর্ধ শত বছরের স্লুইজ গেটটি সম্প্রতি কিছু অংশ ধ্বসে পেড়েছে। খবর পেয়ে (৩০ মার্চ) সোমবার দুপুর ১২ টায় পরিদর্শন করেন খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। পরিদর্শনে  অর্ধ শত বছর আগে নির্মিত গেটটি  ঘুরে ঘুরে সমস্যা গুলো দেখেন ও স্থানীয়ের থেকে সমস্যাগুলো জানেন । পরিদর্শন কালে সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু  এলাকাবাসীর  উদ্দেশ্যে  সাংবাদিকদের বলেন , সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করে অতি দ্রুত স্লুইচ গেটটি সংস্কার করা হবে। তিনি আরও বলেন,এখানে  একটি নতুন গেট করার ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ  করে ব্যবস্থা গ্রহন করা হবে ।এ বিষয় স্থানীয়রা জানান, বাগালী ও মহেশ্বরীপুর দুটি ইউনিয়নের সীমানায় অবস্থিত স্লুইচ গেটটি অনেক বছর হওয়ায় অনেকটা দুর্বল হযে যায়।  স্লুইচ গেটের মুল সড়কের  কিছু অংশ ধ্বসে পড়ে।দ্রুত সংস্কার করা না হলে গেটের ২ পাশে সড়ক ধ্বসে এলাকা প্লাবিত হওয়ায় সঙ্কায় আছে এলাকাবাসী। মূল সড়কের কিছু অংশ ধ্বসে পড়েছে ফলে জন গুরুত্বপূণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে আছে। এছাড়া দুটি ইউনিয়নে ১ লক্ষাধীক মানুষের অতি বৃষ্টির সময় একমাত্র পানি নিষ্কাশনের জন্য এক মাত্র এই গেটটির উপর নির্ভর করে থাকে। এ সম্পার্কে স্থানীয় লুৎফর রহমান জানান, স্লুইজ গেটের পশ্চিম পাশে একটি অংশ ফাটল ধরায় সড়কে মাটি উক্ত ফাটল দিয়ে  ধ্বসে পড়ছে,  উপরে একাধীকবার মাটি ও বালির বস্তা ফেলেও ধ্বস
ঠেকানো যাচ্ছে না। স্থানীয় আওয়ামীলীগ নেতা জাফরুল পাড় জানান, জনগুরুত্বপূণ ঝুকিপূর্ণ স্লুইজ গেট নিয়ে দুশ্চন্তায় বাগালী ও মহেশ্বরীপুর দুটি ইউনিয়নের মানুষ। তিনি বলেন, চাঁদালী , গিলাবড়ী জনগুরুত্বপূর্ণ এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে বর্ষা মৌসুমের আগে স্লুইজ গেটটি সংস্কার করা না হলে আগামী আমন মৌসুমে অতিবৃষ্টির পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতির
আশংকা দেখা দিতে পারে। স্থানীয়  জনগণ ও জনপ্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা একাধীকবারস্লুইচ  গেট সরেজমিনে তদন্ত করে উর্দ্ধতন কতৃপক্ষকে অবগত করেছেন বলে জানিয়েছেন।কিন্তু কোন সুরহা হয়নি ।এছাড়া নতুন করে এখানে একটি স্লুইজ গেট নির্মাণ করার দাবী এলাকাবাসীর। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, স্থানীয় আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।