কয়রায় জৈব ও কেঁচো সার প্রস্তুত বিষয়ে প্রশিক্ষন

0
256

কয়রা প্রতিনিধি: রাসায়নিক সার বর্জন করি,জৈব সার ব্যাবহার করিএই লক্ষকে সামনে রেখে বে- সরকারী সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ও কেএনএইচ-জার্মানীর সহায়তায় পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত। কয়রা সদর,উত্তর বেদকাশী, মহারাজপুর ও বাগালী ইউনিয়নের ৪ টি গ্রামের ২০ টি আত্ম সহায়ক দলের ১২০ জন নারী সদসকে হাতে কলমে জৈব ও কেঁচো সার প্রস্তুত বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট ম্যানেজার যাকোব টিটু পিনারুর সার্বিক ব্যাবস্থাপনায় এতে প্রশিক্ষন প্রদান করেনে সংস্থার কৃষি কর্মকর্তা উত্তম কুমার কর।