কয়রায় গাছ চাপা পড়ে ঠিকাদার নিহত আহত-২

0
530

কয়রা প্রতিনিধিঃ কয়রায় গাছ চাপা পড়ে মোটর সাইকেল চালানো অবস্থায় ঠিকাদার নিহত হয়েছেন এবং মা ও ছেলে আহত হয়েছে। প্রতক্ষদর্শী ও এলাকাবাসীর থেকে জানা যায় সকাল ৮ টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের জিয়াদ ময়রার বাড়ীর বিপরীতে কয়রা পাইকগাছা সড়কের পূর্বপাশে রাস্তা সংলগ্ন মুছা গাইনের লাগানো শিরিষ গাছটি ক্রয়কারি ফারাজুল ইসলাম গাইন করাতিদের দিয়ে গাছ কাটছিল। এমন এক সময় কয়রা থেকে পাইকগাছা অভিমুখে মোটর সাইকেল ড্রাইভিং করে যাইবার সময় ঠিকাদার টিপু শিকদার সহ ২ জন আরোহীর উপর গাছটি চাপা পড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় টিপু শিকদার সহ নিলীমা রানী ও তার ছেলে তিতাস কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক টিপু শিকদার (৪৫) কে মৃত্যু ঘোষনা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে হাসপাতাল থেকে মৃতঃ দেহ কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর নিয়ে জানা গেছে নিহত টিপু শিকদার পেশায় একজন ঠিকাদার। তিনি ঝিনাইদহ উপজেলার টিকারী গ্রামের মোকছেদ সরদারের বড় পুত্র। তার ঠিকাদারী প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজ উপজেলার ৬ নং কয়রা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাম সাইক্লোন সেল্টারের নির্মাণ কাজ করছে বলে জানা গেছে, সেই সুবাদে নিহত টিপু শিকদার কয়রায় এসেছিলেন। আহত নিলীমা রানী ও তিতাস তার বন্ধু সঞ্জিব বড়ালের স্থী ও পুত্র। আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে ফেরার পথে টিপু শিকদারেরসাথে যাচ্ছিলেন। এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান নিহত টিপু শিকদারের ২ ভাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও এডিশনাল এসপি এবং অন্যান্য স্বজনদের উপস্থিতিতে কোন দাবি ছাড়া তাদের কাছে নিহতের মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।