কয়রায় করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সংসদ সদস্য বাবু’র সমন্বয় সভা

0
583
ওবায়দুল কবির (সম্রাট):কয়রাঃ-
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কয়রায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদের হল রুমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক মতামত ও পরামর্শ প্রদান করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় এমপি আক্তারুজ্জামান বাবু সরকারের দিক নির্দেশনামূলক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। করোনা ভাইরাস রোধে প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের যে প্রদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সচেতন নাগরিকদেরকে স্বস্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ একটি ভয়াবহ রোগ এ রোগের প্রাদূর্ভাব বিস্তার যাতে করতে না পারে সরকার সব ধরণের প্রদক্ষেপ নিয়েছে। সরকারের এই প্রদক্ষেপে জনগণ সাড়া দেওয়ায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পরিস্থিতিতে সরকার হত-দরিদ্র লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে আরও খাদ্য সামগ্রী আসবে। করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে জনসচেতনা গড়ে তুলতে সকলের প্রতি আহবান।তিনি  ত্রাণ বিতরন কাজে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম হলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলের উদ্যেশ্যে হুশিয়ার করেন। মতবিনিময় শেষে সাংসদ বাবু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সুদীপ বালা এর হাতে দ্বিতীয় ধাপে ২টা করোনা পরিক্ষার জন্য  থার্মার স্কানার তুলে দেন।এছাড়া সভায়   সরকারী নির্দেশে মোতাবেক  ১০ মে থেকে স্বল্প পরিসরে(১০ থেকে ৪টা) সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে  দোকান পাট  খোলা রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ  কমলেশ  কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা,কৃষি অফিসার মিজান মাহমুদ,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল,ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আমির আলী গাইন, আব্দুর সাত্তার পাড়, আলহাজ্ব সরদার নূরুল ইসলাম কোম্পানী, বিজয় কুমার সরদার,এইচ এম হুমায়ুন কবির,  আব্দুল্লাহ আল মামুন লাভলু, খুলনা জেলা যুবলীগ নেতা শামীম সরকার,  খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলামসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক  ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপজেলা থেকে এ পর্যন্ত  ৭৭ টি রোগীর  করোনা সেম্পল সংগ্রহ করা হয় যার ৬৬ টি রির্পোট নেগেটিভ আসছে বাকি রির্পোট এখোনো পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।