কয়রায় ইটভাটা শ্রমিককে অপহরণ করার অভিযোগ পরিবারের

0
423

কয়রা প্রতিনিধি : কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের দিনমজুর ও ইটভাটা শ্রমিক জলিল চৌকিদার কে অপহরণ করা হয়েছে বলে দাবী করেছেন তার স্ত্রী কিসমত আরা বেগম। তিনি কয়রা থানায় এ মর্মে সাধারণ ডায়েরীও করেছেন যার নং-৬৬৯ তাং ১৬/০৯/১৮ইং।

জানা গেছে মদিনাবাদ গ্রামের আঃ জলিল পিতা আঃ জব্বার চৌকিদার (৩৫) গত ১৩ সেপ্টেঃ বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী শ্যামনগর থানার নওয়াবেকী গ্রামে ইটভাটা সরদার উজ্জল পিং ছাত্তার গাজীর বাড়ীতে যায়। সেখানে রাত্রি যাপন করার পর সকালে বাড়ীতে তার স্ত্রীকে ফোন করে জানায় শুক্রবার বিকেলে টাকা নিয়ে বাড়ী ফিরবেন।

কিন্তু গত ৪ দিনেও জলিল বাড়ী না ফেরায় হত দরিদ্র এই পরিবারের সবাই দিক বিদিক ছুটাছুটি করছেন। সূত্র জানায় বাড়ীতে তার বৃদ্ধ মাতা পিতা,স্ত্রী ও ৩ কন্যা সবাই পাগল বেশে কান্নায় ভেঙে পড়েছে। সোমবার জলিলের কলেজ পড়–য়া কন্যা পিতার ছবি হাতে নিয়ে কয়রা প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান, ইটভাটা সরদারের প্রতি তাদের সন্দেহ হচ্ছে। কারন তার পিতা ঐ রাতে এবং দিনভর তার বাড়ীতে ছিলেন।