কয়রায় “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক সভা অনুষ্ঠিত

0
250

কয়রা (খুলনা) প্রতিনিধি: অর্থ মন্ত্রাণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ও কয়রা উপজেলা প্রশাসনের সমন্বয় ও সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার শিমুল কুমার সাহার বাস্তবায়নে শনিবার সকাল ১০টায় উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে উপজেল পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। শোভাযাত্রা শেষে “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক জনসচেতনতামুলক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনতায়নে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টারের ইনেসটেক্টর নাজমুল হুদার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেস কুমার সানা, সহকারী কমিশনার(ভুমি) মোঃ নুর ই আলম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার এসএস মিজান মাহমুদ, প্রানী সম্পাদ অফিসার ডাঃ কাজী মুস্তাহিন বিল্লাহ, অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, শিক্ষার্থী মিনার জাহান কুইন প্রমুখ। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে ওপর বিস্তারিত আলোচনা করে বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ।এখন এ দেশ উন্নয়নের রোল মডেল।প্রধানমন্ত্রী প্রান্তীক জনগোষ্ঠী এবং অভাবি ও মেহনতী মানুষের দুঃখ লাঘবে কাজ করে যাচ্ছেন।