ক্রিকেটার বলেই নিজেকে ‘ভাগ্যবান’ মনে করেন কামিন্স

0
248

খুলনাটাইমস স্পোর্টস: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ক্রিকেট খেলে অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্সের মনে হচ্ছে, তিনি বা তারা ভাগ্যবান। খেলাটার চরিত্রের কারণেই সংক্রমণের ঝুঁকি একটু কম থাকে। শরীরের সংস্পর্শে খুব একটা আসতে হয় না ক্রিকেটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটকে কামিন্স শুক্রবার বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে ক্রিকেটটা শরীর ঘেষাঁঘেষি করে খেলতে হয় না। অন্য খেলোয়াড়ের সংস্পর্শ এতে এড়ানো যায়।’ গোটা বিশ্বকেই কেমন স্থবির করে ফেলেছে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০০ মানুষ এতে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫০ হাজার। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে। এই প্রাণঘাতী ভাইরাসের প্রথম দৃশ্যমান প্রভাবটা পড়েছে খেলার মাঠে। একের পর ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই পরশু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেললো সিডনিতে। ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৭১ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এত সতর্কতা সত্ত্বেও সিরিজটি কিন্তু শেষ হতে পারেনি। করোনার ভয়েই বাকি দুটি ম্যাচ বাতিল।দুই দলের খেলোয়াড়দের মধ্যেই করোনা-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসনকে তো কোয়ারেন্টাইনে পর্যন্ত যেতে হয়। শেষে সিরিজের বাকি দুটি ম্যাচই বাতিল হয়ে গেছে। নিউজিল্যান্ড দল ফিরে গেছে দেশে। তিন ওয়ানডের পর ছিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওই সিরিজটাও পিছিয়ে গেছে। করোনা তাদের পেয়ে বসেনি এটি ভেবে কামিন্স স্বস্তি বোধ করছেন, ‘আগেই আমরা নিজেদের মধ্যে বিষয়টি পরিষ্কার করে নিয়েছিলাম যে আমাদের মানসিকতায় কোনও পরির্তন হবে না। আমরা সততার সঙ্গেই খেলবো।’ এবারের আইপিএলের নিলামে বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে সঙ্গে সবচেয়ে বেশি সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলের শুরুটা এক ধাক্কায় ১৭ দিন পিছিয়ে দিয়েছে করোনাভাইরাস। তারওপর টুর্নামেন্টটাই হতে পারে কাটছাঁট করে। আইপিএলের ইতিাহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে দারুণ কিছু করার একটা তাড়না নিশ্চয়ই থাকবে কামিন্সের মধ্যে। তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশাও থাকবে কলকাতার। কিন্তু সামনে যে এসে দাঁড়ালো করোনার করাল ছায়া। যাই হোক, খেলাটা শারীরিক সংস্পর্শ এড়ানো ক্রিকেট বলেই কামিন্সের ভয়টা কম এবং নিজেকে মনে করছেন ভাগ্যবান।