কোহলি বন্দনায় ব্রায়ান লারা

0
480

ভারত অধিনায়ক বিরাট কোহলির বন্দনায় এবার যোগ দিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। তার মতে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের নেতা একজনই। তিনি বিরাট কোহালি। যদিও শচীন টেন্ডুলকারের সঙ্গে একেবারেই কোহলির তুলনায় যেতে রাজী নন তিনি।
শনিবার লারা বলেছেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে কোহলি যা করে দেখাচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। ওর রান করার দক্ষতা, ফিট থাকার মানসিকতা, সব কিছুই ওকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ওকে দেখলে বলতে ইচ্ছে করে, ক্রিকেট একজন নতুন নেতাকে পেয়েছে।’
কে এগিয়ে, কোহলি না শচীন? জবাবে লারা বলেন, ‘শচীন ও আমি দুজনেই তুলনায় কখনও কান দিতাম না। আমি নিশ্চিত, কোহলিও তুলনাকে বেশি গুরুত্ব দেয় না। কারণ, যুগের সঙ্গে পাল্টায় ক্রিকেট। আর সেই যুগে যে ভাল খেলবে তাকে নিয়েই হবে চর্চা।’
লারা আরও মনে করেন, প্রত্যেক ক্রিকেটারের খেলার ধরন আলাদা। তাই রিকি পন্টিংয়ের সঙ্গে কখনওই শচীনের তুলনা চলে না। অথবা ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করা উচিত নয় স্যর গারফিল্ড সোবার্সের। লারার কথায়, ‘আমাদের সময়ে, (রাহুল) দ্রাবিড়, শচীন, (জাক) কালিস, পন্টিং এমনকি আমি নিজেও আলাদা ঘরানার ক্রিকেট উপহার দিয়েছি। তা হলে কী করে কেউ এক জায়গায় বসে ভিভ রিচার্ডসের সঙ্গে অন্য এক জনের তুলনা করে দিতে পারে? আমরা শুধু তাদের অর্জন নিয়ে অলোচনা করতে পারি।’
শচীনের বাড়ি গিয়ে তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পড়তি মান নিয়েও আলোচনা করেন লারা। শচীনের কথা শুনে লারার মনে হয়েছে, তিনি সত্যিই হতাশ। লারা বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা হয় যে, একদিন যে দেশ কার্টলি অ্যামব্রোসের মতো বিধ্বংসী পেসার তৈরি করত, সে দেশের ক্রিকেটারেরা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে মাতামাতি করছে। যা শুনে হতাশ দেখায় শচীনকে।’ তথ্য সূত্র: কালেরকন্ঠ