কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কর্ণধর : মৎস্য মন্ত্রী

0
469

তথ্যবিবরণী:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কর্ণধর। এরাই আগামী দিনে দেশকে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিশুদের বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে আমাদের।

তিনি শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিয়ে এর সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। একটি সুস্থ, সবল ও সৃষ্টিশীল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় বেশি করে মনোযোগ দিতে হবে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় বেশি বেশি অনুপ্রাণিত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি মন্ত্রী আহবান জানান।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির। পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। #