কেসিসি নির্বাচন উপলক্ষে গঠিত ২০ দলীয় জোটের সমন্বয় সভা

0
468
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি অভিযান, গ্রেফতার ও ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ ও সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরনবিধি লংঘন করে চলেছেন। এ নিয়ে রিটার্নিং অফিসারের দপ্তরে যথাসময়ে অভিযোগ দেয়া হলেও মিলছেনা প্রতিকার। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সেনা মোতায়েনের দাবিতে কর্ণপাত করছেনা ইসি। এ পরিস্থিতিতে কেসিসি নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়ার যে কোন ষড়যন্ত্র নগরবাসীকে সাথে নিয়ে কঠোরভাবে মোকাবেলা করবে বিএনপি।
কেসিসি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে গঠিত ২০ দলীয় জোটের সমন্বয় কমিটির সভায় এ হুশিয়ারী উচ্চারণ করা হয়। বুধবার খুলনায় অনুষ্ঠিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়কারী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন, এনপিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক আমিরুজ্জামান খান আলিম। সার্বিক নির্বাচনী কর্মকান্ডের ওপর ব্রিফিং করেন মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। উপস্থিত ছিলেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দ নার্গিস আলী, শেখ মুজিবর রহমান, কাজী আলাউদ্দিন আলী, ডাঃ শহিদুল আলম, আমীর এজাজ খান, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, আব্দুর রহিম বক্স দুদু, মুজিবর রহমান, এ্যাড. নুুরুল হাসান রুবা, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, মুর্শিদুর রহমান লিটন, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন প্রমুখ।