কেসিসি নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিলের দাবি সুজনের

0
455

নিজস্ব প্রতিবেদক: আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি যৌথভাবে রবিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনওে আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. কুদরৎ ই খুদা। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৮ এপ্রিল শহীদ হাদিস পার্কে মেয়রদেও সাথে জনগণের মুখেঅমুখি অনুষ্ঠান ও এর আগে বা পওে নির্বাচনের নানা অনিয়মের নিক তুলে দওে মানববন্ধন করা হবে। তবে যে কোন অনিয়মের প্রতিবাদে সুজন মানববন্ধন করতে প্রস্তুত থাকবে। সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের নিকট চারটি সুপারিশ মালা পেশ করা হয়েছে। অংশ নেন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, মহানগর কমিটির সভাপতি ভাষা অৈসনিক আলহাজ্ব লোকমান হাকিম, বিভঅগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজনের সদস্য শামীমা সুলতানা শিলু, শরিফ শফিকুল হামিদ চন্দন, মহেন্দ্রনাথ সেন, খলিলুর রহমান সুমন, ইসরাত আরা হীরা, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আসিফ ইকবাল, শফিকুল ইসলাম অভি, খাদিজা কবীর তুলি, বনানী সুলতানা ঝুমু, নাজনীন জাহান সৌমী, হাবিবুর রহমান প্রমূখ। #