কেসিসি কাউন্সিলরবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
301

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না। সভার শুরুতে কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু’র মাতা আলহাজ্ব সাজেদা বেগম-এর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় জানানো হয়, নগরবাসীর দাবির প্রেক্ষিতে ইতোপূর্বে ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা ও দুর্গা পূজাকে সামনে রেখে দুই দফা সময় বৃদ্ধি করা হয়। সে কারণে কেসিসি’র পূর্বনির্ধারিত সিদ্ধান্তের আলোকে আগামী ১৫ই অক্টোবর ২০১৯ তারিখের পর থেকে নগরীতে ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধ থাকবে। একইসাথে ইজিবাইকের আদলে তৈরীকৃত ক্ষুদ্রাকৃতির ব্যাটারী চালিত রিকসা চলাচলও বন্ধ থাকবে। তবে ব্যাটারী সংযোগ বিহীন রিকসা চলাচলে কোন বাধা থাকবে না।
কেসিসি’র কাউন্সিলরবৃন্দ সভায় নগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও বেপরোয়াভাবে ব্যাটারী চালিত রিকসা চলাচলের কারণে সৃষ্ট দুর্ঘটনা রোধে কেসিসি’র এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, খুলনা আমাদের প্রিয় নগরী। সুন্দর নগর জীবন আমাদের সকলের কাম্য। সম্মিলিতভাবে এ নগরীকে বসবাসের উপযোগী রাখতে হবে। খুলনা মহানগরীর কেউ আমাদের প্রতিপক্ষ নয় উল্লেখ করে তারা বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধে আগামী ১৬ই অক্টোবর থেকে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের নেতৃত্বে নিজ নিজ ওয়ার্ড এলাকায় ক্যাম্পেইন করা হবে বলে সভায় জানানো হয়। কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, মো: ডালিম হাওলাদার, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ফকির মো: সাইফুল ইসলাম, এস এম মোজাফফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাজেদা খাতুন, লুৎফুন নেছা লুৎফা প্রমুখ সভায় মতামত তুলে ধরেন।