কেসিসি’র ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচন আজ

0
497

নিজস্ব প্রতিবেদক:
আজ ২৯ মার্চ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে চারজন প্রার্থী কাগজে কলমে থাকলেও মূল প্রার্থী তিনজন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রার্থীরা হলেন আ’লীগ সমর্থিত মিজানুর রহমান মিজা তরফদার, ২ জন বিএনপির শেখ সামসুদ্দিন আহম্মদ প্রিন্স, তার চাচা শেখ লুৎফর রহমান ও একজন ইসলামী আন্দোলন’র তরিকুল ইসলাম কাবির। এত করে ওয়ার্ডের উপ-নির্বাচনে আ’লীগ ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী রইল। তব নির্বাচন লড়াই হবে আ’লীগের প্রার্থী মিজা, বিএনপির প্রার্থী প্রিন্স ও ইসলামী আন্দোলনের কাবির মধ্যে। ত্রি-মুখি লড়াইেয় যে যার প্রার্থী জয়ী করতে মরিয়া হয়ে উঠেছে।
এ ওয়ার্ডে সাতটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। কেন্দ্রগুলো হলো-বিএল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি, আফিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ২টি, কারিকরপাড়া প্রাইমারী স্কুল, সবুজ সংঘ বিদ্যাপীঠ ও শের বাংলা বিদ্যাপীঠ। তবে আফিল উদ্দীন, সবুজ সংঘ ও শের বাংলা এই তিনটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে ভোটাররা দাবী করেন। এ ওয়ার্ডে ভোটার ১৪১৫৬ জন।