কেসিসি’র ১৯নং ওয়ার্ডে চতুর্থ দিনের মতো স্মার্ট কার্ড বিতরণ চলছে

0
356

নিজস্ব প্রতিবেদক:
নগরীর পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ দিনের মতো ১৯ ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ¦ই স্মার্ট কার্ড বিতরন চলে। আগামী ২ এপ্রিল পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী পুরুষ ও মহিলাদের মাঝে পৃথক দিনে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন বয়স্ক ও অসুস্থ মানুষদের যাতে কোন অসুবিধা না হয় এবং তারা আগে কার্ড পেয়ে যায় সেই ব্যবস্থা গ্রহন করেন।
শনিবার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন বলেন, স্মার্ট কার্ড বিতরনের সময় বয়স্কো ও অসুস্থজনদের কোন লাইনে দাড়াতে হচ্ছে। তারা সবার আগে স্মার্ট কার্ড পেতে পারে সে জন্য লোক নিয়োজিত আছে। এছাড়া তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা আছে। তিনি বলেন, আজ রোববার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বশিরহাট কলোনী, শেখ পাড়া প্রধান সড়ক, শেরে বাংলা রোড ও হাজী ইসমাইল রোডে এলাকায় বাসিন্দা পুরুষদের মাঝে বিতরণ করা হবে। আগামীকাল সোমবার একই এলাকার মহিলাদের মাঝে স্মার্ট কার্ড বিতরন হবে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ১৯নং ওয়ার্ড বাসিন্দাদের মাঝে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়। ##