কেসিসি’র দরপত্র জমা দিতে সিন্ডিকেটের বাধা

0
375

টাইমস প্রতিবেদক:
কেসিসি’র ফিনাইল, হারপিক সহ এগারো প্রকার পণ্য এর দরপত্র জমা দিতে সিন্ডিকেট বাধা সৃষ্টি করেছে। দরপত্র জমা দেয়ার সময় একজন ঠিকাদার প্রহৃত হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত ৩০ অক্টোবর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফিনাইল, হারপিক, অ্যারোসলসহ ১১ প্রকার দাপ্তরিক মালামাল সরবরাহ কাজের জন্য আজ বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সকাল থেকে ভান্ডার শাখার সামনে অবস্থান নেন যুবলীগ নেতার অনুসারীরা। তারা সাধারণ ঠিকাদারদের সিডিউল জমা দিতে বাঁধা দেন।
এসময় সিডিউল জমা দিতে গেলে শওকত হোসেন নামের এক ঠিকাদার প্রহৃত হয়। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ঠিকাদাররা ও প্রকৌশলীরা।
এই সিন্ডিকেটের হোতা জাহিদুল ইসলাম খলিফা। তিনি মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেই পরিচিত।
ভুক্তভোগী ঠিকাদার শওকত হোসেন বলেন, সাড়ে ১০টায় নগর ভবনের নিচে চেয়ারে বসে সবার কথা বলছিলেন তিনি। পাশে যুবলীগ নেতা জাহিদুল খলিফা এসে বসেন। এ সময় পায়ের ওপর পা তুলে বসেছিস কেন-বলেই প্রথমে চড় মারেন তিনি।
তিনি বলেন, আমি কোনো সিডিউল কিনিনি, জমাও দিতে আসেনি। কিন্তু তারপরও চড় মারার পর দাড়িয়ে আমাকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারতে থাকেন। সবাই দাড়িয়ে দেখেছে।
যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম খলিফা সাংবাদিকদের বলেন, নগর ভবনে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কাউকে আমি মারধর করিনি।