কেসিসিতে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সভা

0
481

সংবাদ বিজ্ঞপ্তি:
খুলনা মহানগরী এলাকায় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) বাস্তবায়ন বিষয়ে কেসিসি’র কর্মকর্তা, দাতা সংস্থা জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডবিøউ)-এর কর্মকর্তা এবং এলজিইডি কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে এক সভা মঙ্গলবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

সভায় কেএফডবিøউ’র অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহ তত্ত¡াবধান এবং নগরীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা (যুগ্ম সচিব), সচিব মোঃ ইকবাল হোসেন, সিআরডিপি’র প্রজেক্ট ডাইরেক্টর আহসান হাবীব, কেএফডবিøউ’র প্রজেক্ট ম্যানেজার বেটিনা রেভার, প্রকৌশলী পিটার রুনি, কিস্ট্রিনা বার্জ, সমন্বয়কারী এস এম মেহেদী আহসান, কেসিসি’র প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, সিআরডিপি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার কাজী জাকিরুল হাসান, আর্কিটেক্ট রেজবিনা খানম, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র খুলনাঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করায় জার্মান ডেভেল্পমেন্ট ব্যাংক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খুলনার উন্নয়নে আরো সহযোগিতা কামনা করেন।