কেশবপুরে ৩৬৯ শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রীসহ উপকরণ বিতরণ

0
235

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩৬৯ জন শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে বালিয়াডাঙ্গা চার্চে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার। বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্য ও বিভিন্ন উপকরণ হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট, লোশন, মশারি এবং শিক্ষা সামগ্রী দেওয়া হয়। কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস বলেন, গতবছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে প্রতিমাসে ওই দু’টি চার্চের ৩৬৯ জন শিশু শিক্ষার্থীর মাঝে প্রতিমাসে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।