কেশবপুরে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩

0
160

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৩ জন আহত হয়েছে। আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা কারীরা এসময় ফলজ ও বনজবৃক্ষ কেটে লক্ষাধীক টাকার ক্ষতি করেছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের আঃ মজিদ সানার সাথে প্রতিবেশী আমানত আলী গাজির পুত্র আহাদ গাজিদের ২২ নং শিকারপুর মৌজার মাত্র ৩ শতক জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।

বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় আমানত আলী গাজির পুত্র শাহাজান তার স্ত্রী রাশিদা বেগম তার পুত্র নাজমুল হাসান সহ ৭/৮ জন দূর্বত্ত মজিদ সানাদের উপর হামলা করলে মজিদ সানা (৪০), তার স্ত্রী জেসমিন নাহার (৩৫) ও পুত্র মেহেদী হাসান (১৮) আহত হয়। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের অবস্থ আশংকাজনক হওয়ায় মজিদ সানার স্ত্রী ও পুত্রকে খুলনা ২৫০ শয়্যা হাসপাতালে নেওয়া হয়েছে। হামলা কারীরা এসময়ে ২ টি ফলধর আম গাছ, ২টি বড় বড় কাঁঠালগাছ ও ৬টি বড় মেহেগনী গাছ কেটে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি করে। এরিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে আহতরা জানান।

খুলনা টাইমস/এমআইআর