কেশবপুরে কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি

0
216

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলায় রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। এতে বিল গরালিয়ায় বোরো আধাপাকা ধান, সদ্য গুটি আসা আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রবিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার বিল গরালিয়াসহ বেশ কিছু এলাকায় প্রায় আধা ঘণ্টা ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ঝড় প্রবাহিত হয়। আর এতেই বোরো ধান মাটিতে লুটে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা। বিল গরালিয়ায় বড়েঙ্গা এলাকার কৃষক আব্দুল মোমিন জানান, তার বিল গরালিয়ায় সাড়ে ৪ বিঘা বোরো ধানের মধ্যে ২ বিঘা জমির শীষ বের হওয়া বোরো ধান ঝড়ে মাটিতে লুটে পড়ে ব্যাপক ক্ষতি হয়। তিনি আরো জানান, যে সময় বোরো ধানের শীষ বের হচ্ছে সেই সময় কালবৈশাখী ঝড়ে ওই বিলের তারসহ অন্যদের রোপনকৃত প্রায় ১০ থেকে ১৫ ভাগ জমির বোরো ধান মাটিতে লুটে পড়েছে। এতে ফলনে বিপর্যয় হতে পারে বলে আশংকা করেন। এছাড়াও ওই বিলে আলামিন, সালাম, খলেদ, হালিমাসহ অনেকের জমির ধান রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে মাটিতে লুটে পড়েছে। এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, রবিবারের ঝড়ে বোরো ধানের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। অল্প কিছু ধান পড়ে গেছে তাতে তেমন কোন ক্ষতি হবে না, তবে আমের গুটির বেশ ক্ষতি হয়েছে।