কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার ৩

0
27

খবর বিজ্ঞপ্তি
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬১৫ গ্রাম গাঁজা এবং ০৫ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ হাবিব(২২), পিতা-আব্দুর রহমান, সাং-২নং গেইট, থানা-দৌলতপুর; ২) গাজী হাদিউজ্জামান(৪৮), পিতা-আজিবর রহমান, সাং-গিলাতলা গাজীপাড়া, থানা-খানজাহান আলী এবং ৩) আবু হেরা লিখন(২৩), পিতা-মৃত: রুহুল আমিন সরদার, সাং-রানাই খর্নিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬১৫ গ্রাম গাঁজা এবং ০৫ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।