কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৫

0
281

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৭৮১পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়। খুলনা সদর থানার নিরালা আবাসিক এলাকার ১নং রোডের ১৮১নং বাড়ী (মনোয়ারা ম্যানশন) এর নিচ তলা হতে গত শুক্রবার রাত ১১টায় এ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। ধৃত আসামীরা হলেন খুলনা সদর থানার নিরালা আবাসিক এলাকার ১নং রোডের ১৮১নং বাড়ী (মনোয়ারা ম্যানশন) এর আবুল কালাম আজাদের পুত্র ১) মেহেদী আজাদ(৩০) ও তার মা ২) নাজমা আজাদ(৪২), বোন ৩) কানিজা আজাদ উর্ম্মী(২৮), স্ত্রী ৪) রেহেনা শেখ(২৬) ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার কালোপানি গ্রামের মৃত মূসা আলী মন্ডলের পুত্র ৫) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(৪৮)। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে কেএমপি এর খুলনা থানার মামলা নং-২, তারিখ-০৩/১০/২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) দায়ের করা হয়েছে।