কেএমপির অভিযানে খুলনায় ৪ দিনে গাড়ি ও চালকের বিরুদ্ধে ২ হাজার ১৭৩টি মামলা

0
324

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে গত ৪ দিনে চালক ও গাড়ির বিরুদ্ধে ২ হাজার ১৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে চালকদের বিরুদ্ধে ১ হাজার ৬২টি এবং গাড়ির বিরুদ্ধে ১ হাজার ১১৪টি। এ সব মামলায় এ পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কেএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ কামরুল ইসলাম জানান, ৫ আগস্ট থেকে নগরীর ১৩টি স্পটে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে ৫ আগস্ট ৬০৭টি, ৬ আগস্ট ৬২৬টি, ৭ আগস্ট ৫১২টি এবং ৮ আগস্ট ৪২৮টি মামলা দায়ের করা হয়।

তিনি জানান, যানবাহনের ত্রুটি যেমন- ট্যাক্স টোকেন না থাকা, ফিটনেস না থাকা, রুট পারমিট না থাকা, ইন্সুরেন্স না থাকার কারণে ১ হাজার ১১৪টি যানবাহনের বিরুদ্ধে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকা, সিটবেল্ট ব্যবহার না করা, চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা, হেলমেট ব্যবহার না করা, মোটর সাইকেলে দুই এর অধিক আরোহী থাকা, দ্রুত গতিতে গাড়ী চালানো, আদেশ অমান্য করার কারণে ১ হাজার ৬২ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।